আরএসএস-বিজেপি কর্তৃক গৈরিকীকরণের মাধ্যম হলো অপবিজ্ঞান ও কুসংস্কারের প্রচার। এর প্রধান উদ্দেশ্য হলো পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানভিত্তিক ও যুক্তিভিত্তিক চিন্তাভাবনার সমূলে বিনাশ। সেই কারণেই হয়তো আইআইটি মান্ডির অধিকর্তা তাঁর ভূত ছাড়ানোর কথা সকলের সামনে দাবী করতে পারেন। সেই কারণেই হয়তো আইআইইএসটি শিবপুরে নোটিশ বেরোতে পারে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সূর্য নমস্কারে অংশগ্রহণের কথা বলে।
by সৌভিক রায় স্বর্ণাভ চক্রবর্তী | 01 August, 2022 | 1451 | Tags : New Education Policy Saffron Agenda